1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন

৩৪ বোতল ভারতীয় মদ সহ একজন গ্রেফতার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ ০৫ বার পঠিত

মাহাবুব হোসেন জীবন বিশেষ প্রতিনিধি-ঃ সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয় সহ ছাতক থানার অফিসার জনাব নাজিম উদ্দিন সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সংগীয় কনষ্টবল সাইফুল ইসলাম ও সোহেল মিয়া সহ ইং ১৩/১০/২০২১ তারিখ রাত্র ১০.০৫ ঘটিকার সময় ছাতক বাগবাড়ী শিবটিলা খেয়াঘাট হইতে ৩৪ (চৌত্রিশ) বোতল ভারতীয় Mc Doweells No-1 মদ সহ মাদক ব্যবসায়ী রকি আর্চায্য (২০) পিতা-মৃত রিংকু আর্চায্য , সাং-দক্ষিন বাগবাড়ী রেলওয়ে কলোনী, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ