1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

কুষ্টিয়ায় সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৪ ০৫ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ সময় টিভির স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম রাশেদের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা করেছেন জাহিদ হোসেন নামে এক ব্যক্তি। সোমবার (২১ অক্টোবর)দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থানায় এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী জাহিদ হোসেন নামে এক ব্যক্তি। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার বাসিন্দা ও একই এলাকার মৃত,আমির আলীর ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ার লালন শাহের তিরোধান দিবসের মেলা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে লালনের মেইন গেইটের পাশে পৌঁছালে বাদীর ছোট ভাই শহিদ হোসেনকে পূর্বশত্রুতার জেরে এসএম রাশেদ সহ কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও ধারালো ছোরা, হাতুড়ি, লোহার রড, দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় পোচ দিয়ে গুরুতর রক্তাক্ত করে। তার শরীরের বিভিন্ন অংশে এসময়  এলোপাতাড়ি আঘাত করা হয়। এছাড়াও তার পকেটে থাকা ৫০হাজার টাকা লুট করে নেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক এস এম রাশেদ বলেন, এ ঘটনার সঙ্গে আমার নিজের কোনো সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলক ও মিথ্যা এ মামলায় আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ। প্রশাসনের কাছে দাবি পুরো ঘটনা তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে এ মামলার বাদী জাহিদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু বলেন, একজন পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছি। এর পেছনে স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ও হীন উদ্দেশ্য রয়েছে। সাজানো এ মামলা সাংবাদিকদের সামাজিকভাবে অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা অপচেষ্টার অংশ। মিথ্যা ও বানোয়াট এই মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ