মাহমুদুল ইসলাম সৌরভ, বিশেষ সংবাদদাতাঃ সিদ্ধিরগঞ্জের শিমরাইল দক্ষিণপাড়া ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হীরা।
বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে সিদ্ধিরগঞ্জের
মহাসড়কের শিমরাইল দক্ষিণপাড়ায় তল্লাশীকালে ওই গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বিজয়,লিমন । পরে তাদের শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হীরা বলেন সিদ্দিরগঞ্জে মাটিতে কোন মাদক ব্যাবসায়ীদের ছাড় দেওয়া হবেনা, আমাদের নেতা তারেক রহমান ও আমার নেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন আমার নেতৃত্বে মহানগর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীরা মাদক ব্যাবসায়ীদের ধরে আইনশৃঙ্খলা হাতে তুলে দিবে।