বিনোদন প্রতিনিধিঃ এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী ফজলুর রহমান বাবু গাইলেন “বাবা”গানটি সুরভি আক্তার মালার কথায় এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী সুরকার স্বাধীন বাবুর সুরে ও ভিডিও নির্মাণে ইতিমধ্যে গানটি প্রকাশ পেয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ্ মিডিয়ার ব্যনারে।
চ্যানেল ডট প্রডাকশন এর ব্যানারে ভিডিও নির্মিত হয়েছে গানটি।
“বাবা”গানটি কে ঘিরে গীতিকার সুরভী আক্তার মালা বলেন বাবা একটি স্পর্শ কাতর অনুভূতি,আমার বাবা নেই সুরকার স্বাধীন বাবুর ও বাবা নেই।
বাবা,কে স্মৃতি চারণের জন্য আমার এ লেখনি বাবা।গানটি যাদের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। সে সকল বাবা দের গানটি উৎসর্গ করেছি।
গানটি কেমন লেগেছে শ্রোতারাই বলতে পারবেন। আমি আমার বাবা কে হারানোর দুঃখ প্রকাশ করেছি বাবা গানে
সুরকার স্বাধীন বাবু বাবা গানটি ঘিরে বলেন
বাবা প্রতিটি সন্তানের মাথার ছায়া।
আমার ও তো বাবা নেই।সুরভী আক্তার মালার লেখা গানটি হাতে পেয়ে আমি অবাক হয়েছিলাম। ভেবেছিলাম “বাবা” পৃথিবী সমান ভালবাসার একটি জায়গা।
সাহস নিয়ে বাবা গানটির টিউন করে ফেললাম। প্রিয় শিল্পী ফজলুর রহমান বাবু ভাইকে পাঠালাম তিনি গানটির কথা ও সুর পছন্দ করলেন, আমি সাহস পেয়ে গেলাম।ভাবলাম আমার সাধনা স্বার্থক হলো
গানটির মিউজিক কম্পোজ করেছেন অপু রায়হান।