1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৬ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর আরামবাগ ইমাম ওলামা কল্যাণ পরিষদ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সকল মুসল্লিসহ হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ইসলামী আন্দোলন এর নেত্রীবৃন্দের সহযোগিতায় এলাকার সকল শ্রেনীর পেশার তৌহিদী জনতা সুসংগঠিত ভাবে বিক্ষোভ মিছিল আয়োজন করে।


উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন এবং বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আরামবাগ ইমাম ওলামা কল্যাণ পরিষদ সভাপতি মাওলানা মোস্তফা কামাল জিহাদী, সহ-সভাপতি মাওলানা বশির উল্লাহ খান (পানির কল জামে মসজিদের ইমাম ), সহ-সভাপতি মুফতি ইয়াকুবুর ইসলাম মাহমুদি (রসুলবাগ জামে মসজিদের ইমাম ও খতিব ), সাধারণ সম্পাদক মুফতি আমির হোসেন লাকসামী ( মীরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ), কোষাধ্যক্ষ মুফতি আশরাফ আলী আশরাফি ( আরামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব ) সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল খান ( বিজেসি জামে মসজিদের ইমাম ও খতিব ), সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ( আজিম মার্কেট জামে মসজিদের ইমাম)।

প্রতিবাদ মিছিলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে ২ নং ঢাকেশ্বরী বালুর মাঠে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বক্তারা রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় সকল পণ্য করার আহ্বান জানান এবং  মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা। পরে বিশ্বের সব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ