লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের ৭’ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতার জন্য ডাক দেন, এই শ্লোগানে-“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে পক্ষ হতে আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন (আজম) ও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানেজাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের দলীয় আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।