1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মি নিহত মুন্সীগঞ্জে শিশু তকির হত্যা: ৫ জনের যাবজ্জীবন দিলেন আদালত গলাচিপায় ভিপি নূরের গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল রাজশাহীতে খরচ বেড়েছে আলু চাষে লক্ষ্যমাত্রা পুরুণে শঙ্কা পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসুচি অনুৃষ্ঠিত তানোরের খাদ্যগুদামে নানা অনিয়মের অভিযোগ রংপুরে বিভাগীয়  বৃক্ষমেলার সমাপনী বাংলাদেশ জাসদ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গজারিয়া ৪২ মামলার আসামী প্রতিপক্ষের  গুলিতে নিহত বাবলার মরদেহ জানাযা ছাড়াই মাটি চাপা আটপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী

গোপালগঞ্জে পলাতক হত্যা মামলার আসামি মিল্টনকে গ্রেফতার করছে- থানা পুলিশ”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০৪ ০৫ বার পঠিত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ পলাতক মূল আসামী মিল্টন খান (৪০)কে গ্রেফতার করলো গোপালগঞ্জ সদর থানা পুলিশ”

দীর্ঘ প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অবশেষে সাফল্য পেল গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গ্রেফতার হল আলোচিত ৭৫ বছর বয়সের বৃদ্ধ রণজিৎ রায় হত্যা মামলার মূল আসামী মিল্টন খান (৪০)।

  গত ১২/১০/২০২৩ তারিখে রাত্র অনুমান ২০:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন মানিকহার মালোপাড়ায় খুন হয় রণজিৎ রায় (৭৫) নামের একজন বয়স্ক ব্যক্তি।

চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে সাধারন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই আসামী মিল্টন খান এবং শিপন খান  নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে। এই ঘটনায় গত ১৩/১০/২০২৩ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ সদর থানার মামলা নং- ১৩, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/৫০৬ পেনাল কোড মামলা রুজু হয়।

        মৃত রণজিৎ রায় স্থানীয় একটি মন্দিরের পূজারী ছিলেন। আর এই হত্যাকান্ডের ঘটনাটি ছিল ২০২৩ সালের দূর্গাপূর্জার মাত্র কয়েকদিন পূর্বে।
এই নিয়ে স্থানীয়দের মনে বেশ ভীতি ছিল। হত্যাকান্ডের মূল আসামী মিল্টন খাঁন (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। এই মামলার পূর্বে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ মোট ১৮টি মামলা রয়েছে।
হত্যাকান্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়।
বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমেও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয় নাই। এমনটি আসামীরা মোবাইল ব্যবহারও বন্ধ করে দেয়।
পরবর্তীতে ২নং আসামী শিপন খান মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেয়। আসামী মিল্টন খান পেশাদার অপরাধী হওয়ায় কোনভাবেই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও আসামী মিল্টন খানকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।

গত ২৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আল বেলী আফিফা মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপালগঞ্জ সদর থানাধীন পুখুরিয়া এলাকা হতে ১৯:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানার একটি চৌকস টিম  আলোচিত “রণজিৎ রায়” হত্যা মামলার ” মূল আসামী ” মিন্টন খান”কে গ্রেফতার করে।
মিল্টন খানের গ্রেফতারের সংবাদে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসছে।
হয়ত মৃত রণজিৎ রায়ের আত্মাও আজ শান্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ