1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

পটুয়াখালীতে পুলিশ সুপারের বুদ্ধিমত্তায় শিশু হত্যাকারী মা ও চাচা গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ ০৫ বার পঠিত

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধিঃ সন্তানের জন্য পৃথিবীর প্রথম এবং শেষ আশ্রয় ও ভালোবাসা মায়ের আঁচল তলে। সেই মায়ের হাতেই জীবন দিতে হলো ৮ বছরের শিশু মরিয়মের।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভল্লব গ্রামে সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নির্মম এ ঘটনাটি ঘটেছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সাইদুল ইসলাম। জিজ্ঞাসাবাদের পরে সত্যতা প্রমাণে গ্রেপ্তার করা হয়েছে মরিয়মের মা রিনা বেগমকে। আর ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে চাচা সেন্টু মৃধাকে। মরিয়ম ওই ইউনিয়নের রামভল্লব গ্রামের আবুল মৃধা ও রিনা বেগমের কন্যা এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শোকে মুহ্যমান এলাকাবাসী জানাচ্ছেন নিন্দা ও ধিক্কার। জানা গেছে, একই বাড়িতে ফুফাতো বোনের বাসায় যায় মরিয়ম। কিন্তু সন্ধ্যা হলেও মরিয়মকে দেখতে না পেয়ে নাটকীয় কায়দায় খুঁজতে বের হয় মা রিনা বেগম। বিষয়টি জানাজানি হলে স্বজনরা সবাই খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮ টায় বাড়ির পাশের পরিত্যক্ত ভিটায় গিয়ে মরিয়মের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন দশমিনা থানায় খবর দিলে রাতে থানা পুলিশ এসে মরিয়মের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধীয় পক্ষকে ফাঁসাতে ঘটনার দিন সন্ধ্যার পর পরিত্যক্ত ভিটায় নিয়ে মরিয়মের মাথায় চাচা সেন্টু লাঠি দিয়ে আঘাত করার পরে মা রিনা মুখে ওড়না ঢুকিয়ে, গলায় ফাঁস দিয়ে মরিয়মের হত্যা নিশ্চিত করে। তবে মরিয়মের বাবা আবুল মৃধা ও মা রিনা বেগম দাবি করেন, দুই বছর যাবৎ জমিজমা নিয়ে ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। এই শত্রুতার জের ধরে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার দিন নিহত শিশু মরিয়মের মা রিনা বেগমের গায়ে রক্ত লেগে থাকায় কৌশল অবলম্বন করে পুকুরে ঝাঁপ দেন মেয়েকে খুঁজতে। আর এই সূত্র ধরেই পরবর্তীতে পুলিশ এই ঘটনার পিছনের ঘটনা বের করতে সক্ষম হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করতে এসে মরিয়মের মা ও চাচার সাথে জিজ্ঞাসাবাদে পাঁচ মিনিটেই বুঝতে পেরেছি এই হত্যার সাথে মা ও চাচা জড়িত আছে। কিন্তু আমি আরো একদিন সময় নিয়ে পরিপূর্ণ সত্যতা বের করতে সক্ষম হয়েছি। শিশু মরিয়ম হত্যায় জড়িত থাকার কারণে তার চাচা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
এছাড়াও তিনি বলেন, পরিবার থেকে কেউ বাদি না হলে পুলিশ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করবে এবং সততার আইনের শাসন থেকে পাষাণী মা ও পাষণ্ড চাচা বের হতে পারবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ