1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন রংপুর রেঞ্জের ও পুলিশ সুপার সহ ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ পঞ্চগড়ে জুলাই-আগস্টে বিপ্লবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও ম্মারকলিপি প্রদান পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ২০২৫ পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার।

বোদা থানা পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে গ্রেপ্তার০৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার  পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল ও

বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে

১৩/০১/২০২৪ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ৩ নং ওয়ার্ড বাকপুর গ্রামের সামাজিক কবরস্থান সংলগ্ন বাকপুর হতে সাপ্টিগ্রামগামী কাঁচা রাস্তার ওপর হতে পরস্পর যোগসাজসে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ মিঠুন ইসলাম(২৪), পিতা-মোঃ হবিবর রহমান, ২।  মোঃ বাপ্পী(১৯), পিতা-মোঃ বাহারুল,
উভয়ের সাং-প্রধানপাড়া, হাড়িভাষা ইউপি, থানা ও জেলা পঞ্চগড়দের ২০০(দুইশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪০,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি বাপ্পী ও মিঠুনের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৬, তারিখ ১৩/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)৪১ রুজু করা হয়। আসামিদ্বয়কে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক  মোঃ মোজাম্মেল হক, এস আই মো: আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

অপর আরেকটি অভিযানে বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৩/০১/২০২৪ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপিস্থ ময়দানদিঘী কলেজের ১০ গজ দক্ষিনে বোদা টু পঞ্চগড়গামী পাকা রাস্তার ওপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আব্দুল(৫৫), পিতা-মৃত খালেক, সাং-বেতবাড়ি ময়দানদিঘী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ৩০(ত্রিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মাসুদ রানার আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি আব্দুলের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৭, তারিখ ১৪/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক, এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ