মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে মোছা.মোকছেদা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে গোয়ালঝাড়- জগদল সড়কে এ ঘটনা ঘটে। মোকছেদা বেগম পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার আজিজুল হকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে মোকছেদা তার স্বামীর বাড়ি গোয়ালঝাড় থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাবার বাড়ি ভুসিভিটায় যাচ্ছিলেন। পথে অসাবধানতার বসতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে ওই গৃহবধূকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোকছেদাকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।