মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ২ নং দোড়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের মোঃ জিয়াউর রহমানের মেয়ে জেসমিন খাতুন (১৮) নামের এক নববধু গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৬/১১/২০২১ তারিখে জেসমিন খাতুন (১৮) কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৫) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
গত ২৫/১২/২০২১ তারিখে স্বামী তরিকুল ইসলামের সাথে নিজ বাবার বাড়িতে বেড়াতে আসেন। ২৬/১২/২০২১ তারিখে আনুমানিক রাত ৯.০০ টার দিক রাত্রের খাবার খায়। রাত ১০.০০ টার দিকে জেসমিন এর স্বামী তার চাচাতো ভাই রাজনের বাড়িতে বেড়াতে যায়। রাত ১১.৩০ মিনিটের দিকে তরিকুল শশুর বাড়ি ফিরে এসে জেসমিন কে ডাকতে থাকে। ঘরের দরজা না খোলায় জেসমিনের বাবা ও মা এবং আত্মীয় স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পাই নিজের ব্যাবহার করা ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে ।
আশপাশের লোকজন গলার পেঁচানো ওড়না কেটে নিচে নামিয়ে হাঠানোর চেষ্টা করে। অল্প হাঁটাহাটি করানোর পর জেসমিন মারা যায়।
এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈনউদ্দিন আহম্মেদ জানান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং(৪৪)।