ক্রীড়া প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জের ঐতিহাসিক ইব্রাহীম টেক্সটাইল ফুটবল খেলার মাঠে “নারায়ণগঞ্জ রাউৎ সমাজ বনাম বরিশাল রাউৎ সমাজ” এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উভয় সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উপস্থিতিতেই খেলা শুরু হয়, নারায়ণগঞ্জের ঐতিহাসিক ইব্রাহীম টেক্সটাইল ফুটবল খেলার মাঠে।
নারায়ণগঞ্জ রাউৎ সমাজের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন- অনু অপরদিকে বরিশাল রাউৎ সমাজের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন- অন্তর।
খেলাটি পরিচালনা করেন – মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালকের দ্বায়িত্বে ছিলেন – সোহান ও সাগর রবি দাশ।
অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে নির্ধারিত সময়ের খেলায় বরিশাল রাউৎ সমাজ পক্ষে ১ গোল করে খেলাকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় বরিশাল রাউৎ সমাজকে।