তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারী সদর উপজেলার টুপামারী রামগঞ্জ দুবাছুরী মিয়া পাড়ায় মেসার্স সাদিয়া এন্ড স্যামসাং ট্রেডার্স নামক কুঁঠির শিল্প উদ্ধোধন করা হয়।
কুঁঠির শিল্প উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুঁঠির শিল্প রিয়া ট্রেডার্সের এম ডি,মোঃ রেয়াজুৃল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীচাপ ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদ্যস মোঃ গোলাম রাব্বানী প্রমুখ এবং কুঠির শিল্প উদ্ধোধন অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ তৈয়বুর রহমান মানিক নীলফামারী
এ কুঁঠির শিল্প ৭ জন কর্মকর্তা ৩৮ জন কর্মচারী নিয়ে সকলের দোয়া আশীর্বাদে এগিয়ে যেতে চায় কোম্পানির এম ডি, দৈনিক আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি মানিক মন্ডল এবং এলাকার সকলের দোয়া ও আশীর্বাদ চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।