রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও গণসংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ধামোর গাছবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় পঞ্চগড় অনিরুদ্ধ কুমার রায়, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় মকছুদুল কবীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার হায়দার আলী।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়নের চেয়ারম্যান,জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণসংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।