1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনিক গ্রুপের এমডির কন্যা নাদিহা সড়ক দুর্ঘটনায় নিহত পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত থেকে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আহত দুই স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার মতলবে মায়া পুত্র দিপু চৌধুরীর নামাজে জানাজায় লাখো মুসল্লির ঢল পঞ্চগড়ে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন প্রকৌশলী, তেঁতুলিয়ার ইউএনওসহ আহত ৩ শনিবার স্বামীর খোঁজে তেঁতুলিয়ায় ভারতীয় তরুণী পঞ্চগড়ে পালিত হলো ১৯ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩

ঝিনাইদহ কোটচাঁদপুরে৫১০বোতল ফেনসিডিল ও ১০কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৯৮ ০৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের পশ্চিমপাড়া (বেনে পাড়া) থেকে গত ১৮/১২/২০২১ ইং তারিখে রাত ৯.০০ টার দিকে শহরের বলুহর  বাসস্ট্যান্ডে অবস্থিত পেট্রলপাম মালিক আব্দুল খালেকের বাড়িতে ভাড়া থাকতেন শ্রী রাজন বিশ্বাস ঔ বাড়ি  থেকে ৫১০ বোতল ফেন্সিডিল সহ শ্রী রাজন বিশ্বাস ২৮ কে আটক করেন  র‌্যাব-৬ ঝিনাইদহ। কোম্পানি কমান্ডার মেজর শরিফ আহসান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান করি।  পরবর্তীতে শ্রী,রাজনের তথ্য অনুযায়ী রাতভর অভিযান করে তার আরো ৩ সহযোগী মোঃ আকরাম হোসেন ২৪, মুনসুর আলি ৫৫,রমজান আলি ২৬, কে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ১৯/১২/২০২১ তারিখে স্থানীয় কোটচাঁদপুর মডেল থানায় নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে প্রেরণ করা হয়।কোটচাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়,শ্রী,রাজন বিশ্বাস, পিতা,শ্রী,দীলিপ বিশ্বাস, সাং, পবহাটি,ঝিনাইদহ। মোঃ আকরাম হোসেন, পিতাঃ মনির হোসেন, সাং হাটগোপালপুরঝিনাইদহ। মুনসুর আলি শেখ পিতাঃ মৃতঃ জমশেদ শেখ ও মোঃ রমজান আলি,, পিতাঃ মুনসুর আলি সুলতান নগর, দর্শনা,চুয়াডাঙ্গার জেলার বাসিন্দা।এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন বিষয় টি নিশ্চিত করেছেন। কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এস,আই, প্রকাশ সরকার জানান,, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।মামলা নং২০১৮ এর৩৬/১ স্বারণে ১৪(গ)/ ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের  করা হয়েছে।  আগামীকাল কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ