1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত পঞ্চগড়ে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে ক্ষুদ্র চা চাষীদের মানবন্ধন পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে আড়াই লক্ষ টাকার মাদক জব্দ, নারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত আটোয়ারীতে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কাটার ধুম:দেখার কেউ নেই আটোয়ারীতে বিদ্যালয়ের ক্লাশ রুমে ভুট্রা : শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড

পঞ্চগড়ে বিজিবি -বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৮ ০৫ বার পঠিত

রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে বিজিবি -বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তি উদযাপনকে স্মরণীয় করার লক্ষ্যে বিজিবি -বিএসএফের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত করা হয়েছে।

এ সময় এক আনন্দ ঘন পরিবেশে সৃষ্টি হয়। দু দেশের সাধারণ নাগরিক’রা অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। দু দেশের নাগরিকরা এরকম অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ যানান আয়োজকদের।

তারা জানান এতে করে দু দেশের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো হলো।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক)বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন,রংপুর বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান,বিএসপি,পিএসসি এবং আইজি বিএসএফ,নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, রাভি গান্ধি উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিজিবি এর কর্নেল এস এম আজাদ, এসইউপি,সেক্টর কমান্ডার সদর,সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও, লেঃকর্নেল মোঃগোলাম ফজলে রাব্বি, বিজিবিএম,পিএসসি, অধিনায়ক,পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮ বিজিবি) ও বিএসএফ এর ডিআইজি,শিলিগুড়ি সেক্টর শ্রী পরশু রাম,ডিআইজি, কিষাণগঞ্জ সেক্টর, এম,আর মজুমদার,কমান্ড্যান্ট,১৭৬ব্যাটালিয়ন বিএসএফ,এস,এস সিরোহীসহ বিজিবি -বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স -প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।এ সময় বিজিবি -বিএসএফ প্যারেড কন্টিজেন্ট চমকপ্রদ ও মনমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন,দু দেশের নাগরিক গণ করতালির মাধ্যমে প্যারেডে অংশগ্রহন কারিদের উৎসাহ যোগান। পরিশেষে বিজিবি -বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ