বিশেষ প্রতিনিধি -ঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এলাকায় সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী মহিলা শ্রমিক লীগ ও নারী নেত্রী শামীম আরা লাভলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহসভাপতি সাদেকুর রহমান সাদেক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে সহকারি রিটার্নিং অফিসার আফরোজা খাতুনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিল পদপ্রার্থী শামীমা আরা লাভলী বলেন, এলাকার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডকে নারী বন্ধব, আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। এছাড়া বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি করে সমাজিক অপরাধ প্রতিহত করবো।
নির্বাচিত হলে সবার মতামত নিয়ে এলাকার উন্নয়ন করবো। তাই সকলের দোয়া ও সমর্থণ কামনা করছি।