মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে গরু আনার জন্য যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এসময় নদীয়ার শীলবাড়িয়া বিএসএফ’র টহলদলের সামনে পড়ে।
ঐ সময় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যন্নরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল।ঘটনার ৪ দিন পর রোববার বিকালে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে এলাকার লোকজন দেখতে পায় । এ খবর পেয়ে নদীয়া জেলার হাসখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ৬ নং নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম মৃধা জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যন্নরা ফিরে আসলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে রাষ্টীয় ভাবে কোন তথ্য পাননি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।