বিশেষ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে একটি দ্রুতগামী ইটবাহী ট্রাকের চাপায় অটো রিকশা আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬) ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে