অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ডক্টর মোঃ কামরুজ্জামান,আজ সন্ধায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ১৪৮ সদস্য বিশিষ্ট ধর্ম বিষয়ক উপ কমিটিতে স্বাক্ষর করেন।কমিটির চেয়ারম্যান আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।উল্লেখ্য কামরুজ্জামান টানা ২য় বার এই পদের জন্য নির্বাচিত হলেন।তিনি নারায়নগঞ্জ জেলার নাসিক ১০ নং ওয়ার্ডের বাসিন্দা, তার পিতা মরহুম সামছুদ্দোহা সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সদস্য ও মাতা মরহুম আলহাজ্ব রেহানা আক্তার।কামরুজ্জামান নারায়নগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ আইনকলেজ ছাত্রছাত্রী সংসদের জি,এস ছিলেন।তিনি নাসিক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।বিএনপি জামাতের দ্বারা নির্যাতিত কামরুজ্জামান ভিবন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহিত জড়িত তিনি যুব উন্নয়ন অধিদপ্তর নারায়নগঞ্জ কতৃক জেলার ৩ বার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হন।তিনি জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কমাান্ড নারায়নগঞ্জ জেলার সভাপতি। তিনি আইন পেশা সহ বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের সদস্য হিসেবে ভ্যাট কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।তিনি মুক্তির টিভির চেয়ারম্যান ও মুক্তির কথা নিউজের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।