তপন দাস, নীলফামারী জেলা রিপোটার -ঃ নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর মনোসা পাডা নামক স্হানে টেনে কাটা পডে একই পরিবারের তিন শিশু সহ চার জন নিহত হয়েছে।
আজ বুধবার সকাল আনুমানিক সাডে ৮ টার দিকে চিলাহাটি থেকে সৈয়দপুর গামী খুলনামেইল টেনের ধাক্কায় দুই শিশু নিহত হওয়ার পর অপর এক শিশুকে বাঁচাতে গিয়ে শামীম (৩০) নামে এক জন নিহত হয়।
নিহত অপর তিন শিশু হলো রিমা আক্তার (১২) লিমা আক্তার (৮) ও ছোট ছেলে মমিনুল হক (৬)।
নিহত তিন শিশু উক্ত এলাকার ভেন চালক্কা রেজানুর রহমানের সন্তান।
এদিকে ঘটনাস্হল পরিদশন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান বিপিএম পিপিএম ও সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ও রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান
এসময় ওসি আব্দুর রহমান সাংবাদিকদের বলেন – আমরা খবর পাওয়ায় তাডাতাডি ঘটনাস্হলে এসে জনতাার মুখে আটকে থাকা সিমান্ত টেনকে উদ্ধার করি এবং লাশ গুলো ঘটনাস্হলেই তাদের পরিবারের কাছ হস্তান্তর করি