1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

পঞ্চগড় ইউপি হতে দুই পাকাকরণ রাস্তার নিমার্ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ ০৫ বার পঠিত

রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড় সদর উপজেলায় পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ও পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট রাস্তার নিমার্ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ও পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট রাস্তার নিমার্ন কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),পঞ্চগড় এর বাস্তবায়নে ওই রাস্তার নিমার্ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,সহকারি প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মো: জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধানসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),পঞ্চগড় সুত্রে জানা যায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ৭শত ৫০ মিটার নিমার্ন কাজের ব্যায় ৫৩ লক্ষ ৬৬ হাজার টাকা এবং রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট পর্যন্ত রাস্তা ০০-থেকে ১০০০ মিটার নিমার্ন কাজের ব্যায় ৭২ লক্ষ ৭৭ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ