রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ দাবী মোদের একটাই, পর্যায়ক্রমে পরিক্ষা চাই’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে পরিক্ষার রুটিন বাতিলের দাবিতে অর্নাস শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর সরকারি কলেজের সামনে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধন সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের রুটিন সদ্য প্রকাশিত হয়। যা বাতিল চেয়ে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্বেও কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার রুটিন প্রকাশ করেছেন। যেখানে অনার্স দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের পরিক্ষা না নিয়েই অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষা রুটিন প্রকাশ করা হয়, যা মেনে নেওয়া শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে রুটিন পরিবর্তনের দাবি জানান তারা। এ সময় সাধারন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাগর, জাফিরুল হাসান, নিরব, মিষ্টি, রাফিসহ প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসে স্বারকলিপি প্রদান করেন।