বিশেষ প্রতিনিধি -ঃ গত ৩০ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ২০২১ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে তুঙ্গে, প্রতিদিন বিভিন্ন প্রার্থীরা নিজেদের মতো করে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। নাসিক ১০ নং ওয়ার্ড তেমনি একটি ওয়ার্ড। ১০ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় মাঠ গরম করছেন বর্তমান কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন।
নাসিক ১০ নং ওয়ার্ড ঘুরে সরেজমিনে দেখা যায়- বর্তমান নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক করছেন। উঠান বৈঠকে তিনি বলেন- বিগত ৫ বছর আমি আপনাদের কাউন্সিলর ছিলাম। আপনাদের ভোটেই আমি কাউন্সিলর খোকন। আপনাদের জন্যই আমি কাউন্সিলর হতে পেরেছি। আপনারাই আমার সব, আপনাদের জন্য আমি কাজ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
উঠান বৈঠকের সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তিনি আরো বলেন – এলাকার উন্নয়ন পরিকল্পনায় কাজ কতটুকু হয়েছে, কতটুকু হয়নি তা নিয়ে সকলের সাথে খোলামেলা আলাপ-আলোচনা করেন এবং অদূর ভবিষ্যতে তিনি যদি সকলের দোয়ায় এবং সহযোগিতায় পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তাহলে – যে সমস্ত উন্নয়ন কাজ গুলি এখনো বাকি আছে বা পরিপূর্ণ হয়নি সেগুলি পরিপূর্ণভাবে সমাপ্ত করবেন সকলের সহযোগিতায়।
পরিশেষে সকলের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আগামী নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করতে চান এবং সকলের কাছে ভোট, সহযোগিতা এবং দোয়া কামনা করেন এবং উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে আরেক কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু ওয়ার্ডের সর্বত্র সবার সাথে দেখা করে কুশলাদি বিনিময় করেন এবং আগামী নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।