মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর মেইন বাজার পায়রা চত্বরে পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল।
এছাড়া আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, যুগ্ম আহ্বায়ক টুটুল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, ছাত্র দল নেতা হিরা,সাজিদ,রাব্বি শাওন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী বৃন্দ।