এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি -ঃ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়নে গত শুক্রবার ১২ নভেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু বাদল কান্তি শর্মার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় ইউপি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিমকে সুরাজপুর-মানিকপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু বাদল শর্মা। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়নে গতকাল শুক্রবার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউপি পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বর্ধিত সভায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিমকে সুরাজপুর-মানিকপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
বর্ধিত সভায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, ২০০৩ সালে বমুবিলছড়ি ইউনিয়নকে বিভক্তি করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে গত তিনটি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
একসময় ইউনিয়নটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমান চেয়ারম্যান আজিমুল হক সরকারের উন্নয়ন অগ্রযাত্রা পৌঁছে দিয়ে এলাকার গণমানুষের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠেছেন, তেমনি বিএনপির সেই দুর্গ ভেঙ্গে সুরাজপুর-মানিকপুরকে নৌকার ঘাঁিট হিসেবেও তৈরী করেছেন। এর প্রমাণ মিলেছে, ইউনিয়ন পরিষদ ছাড়াও গত তিনটি সংসদ নির্বাচন এবং দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নৌকার নিরস্কুশ বিজয়ের মধ্যদিয়ে। তাই আমরা মনে করি বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম এবাবও নৌকার মনোনয়ন পাওয়ার যোগ্য। তিনি জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে তিনি একজন ক্লিনইমেজের প্রার্থী হিসেবে অধিক জনপ্রিয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদল শর্মা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল সভায় বলেন, ইতোপুর্বে রোস্তম শাহরিয়াকে আহবায়ক করে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক দেয়া কমিটির সকলধরণের কার্যক্রম কক্সবাজার জেলা আওয়ামীলীগ স্থগিত ঘোষনা করেছেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত সাংগঠনিক চিঠিতে তা উল্লেখ্য আছে। সুতারাং ওই কমিটির কোন বৈধতা নেই সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগে।
অনুষ্ঠিত বর্ধিতসভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের আওতাধীন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকছুদ আহমদ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিস আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার মনির আহমদ, সাধারণ সম্পাদক সুর্ধন বড়–য়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার আহমদ, সাধারণ সম্পাদক সেতু বড়–য়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সারদা বড়–য়া, সাধারণ সম্পাদক রাহুল বড়–য়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নুরুল কাদের, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাং আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আওতাধীন সকল ইউনিট কমিটি এবং সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ