আনহার বিন সাইদ -ঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়ন মূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু ।
নির্বাচনী মাঠে সবার পরিচিত মুখ ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন,তরুণ্যেনের অহংকার আলেম দীন, মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু ।তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না।
তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হতে ইতোমধ্যেই ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নবাসীর সহযোগিতা ও মতামত প্রত্যাশী উদীয়মান তরুন সমাজ সেবক খেলাফত মজলিস নেতা মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু ,এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।তিনি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ।
উন্নয়নের রোল মডেল হিসেবে আধুনিক ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন গঠন করতে চান।একই সাথে মাদক, সন্ত্রাস,ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান।
সরজমিনে গিয়ে দেখা যায় গরীব দুঃখী অসহায় ও ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে,তিনিই একজন দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে সাধারন জনগন এবার মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু।
১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের উন্নয়নের জন্য বিকল্প হিসেবে তার কোন কমতি নেই।