ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল (২৬ অক্টোবর) রোজ মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার (সিগন্যাল) এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করে দৈনিক খোলা কাগজকে জানান, সকালে আন্তনগর সোনার বাংলা ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু হয়েছে। এমন সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,
তাৎক্ষনিক ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে।