1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ অপরাহ্ন

পঞ্চগড়ে রবিকে নৌকায় মনোনয়ন না দেয়ায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৩৬ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ আগামী ২৮ নভেম্বর পঞ্চগড় সদর উপজেলায়র ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতমেরা ইউনিয়নে প্রিয় নেতাকে দলীয় মনোনয়নে নৌকা প্রতিক না দেয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোটারসহ ইউনিয়নবাসী। এসময় প্রায় কয়েক হাজার ভোটার ও সমর্থক বিক্ষোভও করে।

গতকাল রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল বালিকা দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সাতমেরা ইউনিয়নবাসী।

সংবাদ সম্মেলনের খবর পাওয়া মাত্রই ইউনিয়নবাসীর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় পুরো স্কুলমাঠ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়েক হাজার ইউনিয়নবাসীসহ ভোটারেরা। তাদের দাবী নৌকা প্রতিকে নির্বাচীত প্রার্থীকে বাদদিয়ে জনসমর্থীত প্রার্থীকেই যেন পুনরায় মনোনয়ন দেয়া হয়।

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামের বাসিন্দা মরহুম খবির উদ্দীন। এলাকাবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই প্রিয় ছিলেন খবির উদ্দীন। বাবার সেই আদর্শে বাবার দেখানো পথে চলা শুরু করে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেন তারই সন্তান রবিউল ইসলাম রবি। বিভিন্ন সমস্যায় সরকারি ভাবে না হলেও নিজ উদ্দোগ্যে ইউনিয়নবাসীর পাশে দারিয়েছে রবি। ইউনিয়নবাসীর বিশ্বাস ছিলো এবারের ইউপি নির্বাচনে রবিউল ইসলাম রবিকে নৌকার মনোনয়ন দেয়া হবে। তবে তার পুরো উল্টাটা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাতমেরা ইউনিয়নে ফজলুল হক নামে যাকে নৌকার মনোনয় দেয়া হয়েছে তাকে ইউনিয়নবাসী ঠিকমতো চিনেন-ই না। তার পরেও সরকারের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই সরকারি গোয়েন্দার মাধ্যমে সঠিক তদন্ত করে রবিউল ইসলাম রবিকে নৌকা প্রতিকে দেখতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতমেরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ আওয়ামীলীগের যুবলীগের শিক্ষক মুক্তিযোদ্ধা সহ ইউনিয়নবাসী ও সাধারন ভোটারেরা।

জানা যায়, তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ