আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মুখ ৭নং ওয়ার্ডবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন,তরুণ্যেনের অহংকার ‘নজরুল ইসলাম ডেল’। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে মেম্বার পদে পদপ্রার্থী হতে ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর সহযোগিতা ও মতামত প্রত্যাশী সমাজ সেবক ‘নজরুল ইসলাম ডেল’ এলাকার উন্নয়নের স্বার্থে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।
তিনি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসাবে আধুনিক ওয়ার্ড গঠন করতে চান। একই সাথে মাদক,সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।
‘নজরুল ইসলাম ডেল’ এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমি করোনা কালীন আমার ৭নং ওয়ার্ডের সকল গরীব দুঃখী ও অসহায় মানুষ কে
করুনা ভাইরাসের প্রথম ধাপে অত্র ওয়ার্ডের গরিব,অসহায়,মেহনতি মানুষের মধ্যে প্রায় ২২০টি পরিবার কে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন, দ্বিতীয় ধাপে প্রায় ১৬০টি, তৃতীয় ধাপে প্রায়, ১০০টি, চতুর্থ ধাপে প্রায়, ৩২০টি,সর্বমোট ৮০০ টি পরিবারে অধিক মানুষ কে সহযোগিতা করেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সরকারি বরাদ্দ থেকে করোনার সময় প্রায় ৬০ টি পরিবারে ত্রাণ দিয়েছেন, উনি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ৭নং ওয়ার্ডে প্রায় ৪৫ টির অধিক পরিবার কে সৌর বিদ্যুত এনে দিয়েছেন, দীর্ঘ কয়েক বছরের ফেলে আশা রাস্তা গজভাগ ভায়া মণিপুরী টু সমভাগ যাওয়ার রাস্তাটি ‘শাহাব উদ্দিন এম.পি মাননীয় মন্ত্রী’ মহোদয়ের বরাদ্দ থেকে কাজ করে দিয়েছেন, গজভাগ পিস রাস্তা থেকে পটল মিয়ার বাড়ির তল পর্যন্ত ২০০ ফুট রাস্তার ইট সলিং কাজ করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এবং গজভাগ গ্রামে বিভিন্ন রাস্তার কাজ করেন, এবং উনি ৭নং ওয়ার্ডকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং অত্র ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড গড়ার পরিকল্পনা করেন।