ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯১ ব্যাচের ছাত্রছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিব আহাম্মদ খান খাদেম। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকৃষ্ণ নুনীয়া। বিশেষ অতিথি ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, পৌর কাউন্সিলর ও ’৯১ ব্যাচের ছাত্র এনামুল আহসান খাদেম।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের বিশুদ্ধ পানি পানের সুবিধার্থে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি পানি বিশুদ্ধকরন যন্ত্র তুলে দেয় প্রাক্তন ছাত্রছাত্রীরা।
মোঃ তোফাজ্জল আলী উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফিজুর রশিদ কাজল, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, জহিরুল ইসলাম, শরীফুল ইসলাম খোকন, আল আমিন ভূইয়া, মোছাঃ নুরুন্নাহার বেগম, সফিউল আলম স্বপন, মোঃ সুমন, রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা প্রিয় প্রতিষ্ঠানে অধ্যয়নকালের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অনেক দিন পর পুরনো সহপাঠীদের দেখা পেয়ে আনন্দে মেতে উঠেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেন। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করেন।
পাশাপাশি অনুষ্ঠানে অসচ্ছল সহপাঠিদের সহযোগিতা করা, তাদের ছেলেমেয়েদেরকে শিক্ষামূলক অনুদান প্রদান এবং অসচ্ছল সহপাঠিদের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।