জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান করাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ১৯অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় রূপসা থানাধীন কিসমত খুলনা সাকিনস্থ জনৈক মান্নান মেম্বর এর পারিবারিক কবর স্থানের সামনে কিসমত খোড়ার বটতলা মোড় হইতে নৈহাটি কালীবাড়ী বাজার গামী পাকা রাস্তার উপর থেকে ১। মোঃ আলাল হোসেন (৩৪), পিতা- ইসমাইল হোসেন, সাং- রামনগর, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ৫০০(পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে রুপসা থানায
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য আসামী আলাল হোসেন (৩৪) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে রূপসা থানাসহ বিভিন্ন থানায় মাদক আইনে সর্বমোট ০৭ টি মামলা রয়েছে।