রিয়াজুল হক, সাগর রংপুর জেলা প্রতিনিধি -ঃ ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলা চালিয়েছে। এটা হিন্দু মুসলিম দাঙ্গা নয়।দাঙ্গা বাধার উস্কানী উস্কানি হচ্ছে তারা বাংলাদেশের সাংবিধানিক নির্বাচিত সরকারকে উৎখাৎ করে একটি তালেবানি রাষ্ট্র ও রাজাকারের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুমিল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়ের হামলার বিষয়ে ইনু বলেন,ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলা চালিয়েছে। এটা হিন্দু মুসলিম দাঙ্গা নয়।দাঙ্গা বাধার উস্কানী উস্কানি হচ্ছে তারা বাংলাদেশের সাংবিধানিক নির্বাচিত সরকারকে উৎখাৎ করে একটি তালেবানি রাষ্ট্র ও রাজাকারের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত।
ইনু জানাম,যত দিন জঙ্গি,সন্ত্রাসী,ধর্মান্ধ গোষ্ঠীর মাথার উপরে বিএনপি ছাতা ধরে থাকবে ততদিন বাংলাদেশে বিপদে থাকবে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, হামলার ইন্ধনদাতারা ১২ বছর ধরে মাঝে মাঝে আগুন সন্ত্রাস, কখনো মন্দিরে হামালা, কখনো মাজারে হামলা চালাচ্ছে।
এই হামলার পুনরাবৃত্তি বন্ধ করতে অপরাধীদের ধরতে হবে,গ্রেফতার করতে হবে। দ্রুত বিচার করে আইনের আওতায় আনতে হবে। আর জঙ্গী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে।