আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ আজ ১৮ অক্টোবর ২০২১ শেখ রাসেল দিবস এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে “শেখ রাসেল দিবস ২০২১” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব সোয়েব আহমদ চেয়ারম্যান- উপজেলা পরিষদ; সহকারী কমিশনার( ভূমি) জনাব জাহাঙ্গীর হোসাইন; জনাব রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- উপজেলা আওয়ামীলীগ; রতন দেবনাথ, ওসি (তদন্ত), বড়লেখা থানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা খন্দকার মুদাচ্ছির বিন আলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন।