1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

শেখ রাসেল দিবস-২১ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৯৬ ০৫ বার পঠিত

মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় পত্র সূত্র নং গব/পক/শপ/২৬৯৬/১৪/২০২১-১৪০৭ তারিখ-৬/১০/২০২১ মোতাবেক সারা বাংলাদেশে ২৫২৮টি শাখার আওতাদিন ১লক্ষ ৩৭ হাজার কেন্দ্রের মধ্যে প্রতি কেন্দ্রে ১০টি করে ফলজাত ও বনজাত মিলে ১৩ লক্ষ ৭০ হাজার চারা রোপণের লক্ষমাত্রা নির্ধারন করা হয়।

সে-ই আলোকে অদ্য ১৮ই অক্টোবর নোয়াখালী যোনের কর্ণধার যোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আবদুর সাত্তার এর দিক নির্দেশনা ও সুবর্ণচর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃমোক্তার হোসেনের সহযোগিতায় চরবাটা নোয়াখালী শাখায়, শাখার সদস্যদের মাঝে ফলজাত ও বনজাত গাছের চারা বিতরণ করা হয়। এ-ই সময় উপস্থিত ছিলেন শাখার প্রিন্সিফাল অফিসার সালেহ মুহাম্মদ পারভেজ, সিনিয়র অফিসার মোঃসামছু উদ্দিন, অফিসার যথাক্রমে মোঃতাজুল ইসলাম,মোঃরায়হান মাহমুদ, মোঃরিয়াজ উদ্দিন, জোবয়দা বেগম,নাজমা বেগম,অফিস সহকারি নাহিদ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ