1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

পঞ্চগড়ে ইউপি নির্বাচনের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯২ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নে ১৮ বছরেও ভোট না হওয়ায় অবিলম্বে প্রশাসক নিয়োগ, তফসিল ঘোষণা ও ভোটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া মহাসড়কে বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আ খ ম শামসুজ্জামান, নাগরিক সমাজের আহবায়ক মো. শাহ আলম সরকার, ইউনিয়ন আওয়াম লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক সমাজের যুগ্ন আহবায়ক সাইদুর রহমানসহ অনেকে।

মানববন্ধন বক্তারা বলেন, ২০০৩ সালে সর্বশেষ বলরামপুর ইউনিয়নের ভোট হয়েছিল। চলতি তফসিলে মানুষ আশা করেছিলো এবার আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে তফসিল একসাথে ঘোষণা করা হবে, কিন্তু উপজেলার ৫টি ইউনিয়নের গত ১৪ অক্টোবর তফসিল ঘোষণা হলেও বলরামপুর ইউনিয়নের তফসিল ঘোষণা না হওয়ায় বলরামপুর ইউনিয়ন বাসীর সেই আশা পুরণ হয়নি।

বক্তারা আরও বলেন, ২০১৮ সালে ১৩ অক্টোবর নির্বাচনী গেজেট প্রকাশিত হলেও রহস্যজনক ও অদৃশ্য কারণে সেই গেজেট আলোর মুখ দেখেনি।

বক্তারা মেয়াদ উত্তীর্ণ চেয়ারম্যান এর স্থলে জরুরী ভিত্তিতে প্রশাসক নিয়োগ ও তফসিল ঘোষণার দাবী জানান।

মানববন্ধন শেষে বক্তারা উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ