মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের তাঁতি পাড়ায়।
চিরিরবন্দর থানা সুত্রে জানা গেছে ১৩ অক্টোবর বুধবার সকাল অনুমান সকাল সাড়ে ৭ ঘটিকায় সুমন্ত রায়ের স্কুল পড়ুয়া কিশোরী কন্যা কবিতা রাণী রায় (১৫) অজ্ঞাত কারণে তার শয়ন ঘরে সিঁড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দুপুর ২ ঘটিকায় সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মসলেম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের আলোকে পরবর্তিতে ব্যবস্থা নেয়া হবে”। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দাঁয়ের করা হয়েছে।