মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম ময়রুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২১ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জাবুড়ী দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তাঞ্চল উদয়ন একতা ক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতমেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তাঞ্চল উদয়ন একতা ক্লাবের সভাপতি মো. মকছেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬ নং সাতমেরা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জাবুড়ী দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দীন প্রমুখ।
টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় ভুট্টু ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামিল ফুটবল একাদশ। খেলা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।