আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। এসময় তাঁরা সকলের সুখ,শান্তি-সমৃদ্ধি কামনা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন ও বিভিন্ন পুজোমান্ডপে গাড়ি নিয়ে যাতায়াতের সময় গতিসীমা মেনে চলার বিশেষ আহ্বান করেন।