1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে শক্ত অবস্থানে মিনোয়ারা বেগম।

  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ ০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়ায়। আসন্ন এই সিটি নির্বাচনকে সামনে রেখে সিটির সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নাসিক নির্বাচনে প্রতিবারের মত এবারও আলোচনার বিশেষ অনন্য এক স্থান জুড়ে আছেন নাসিক- ১০,১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩, মিনোয়ারা বেগম। ১০,১১ ও ১২ ওয়ার্ডে ভোটারদের সাথে একান্ত আলোচনায় জানা যায়, এবারও মিনোয়ারা বেগমের জনগণের হৃদয়ে শক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন তার নিজ গুণে এবং তিনি বিগত সময়ের মত এবারও ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন জনগণের ভালবাসায়। নির্লোভ মিনোয়ারা বেগম রাজনৈতিক দলের পদপদবী দাবীদার কখনই ছিলেননা, অন্যদের সামনে এগিয়ে দেওয়াই যে তার স্বভাব। কোনো রাজনৈতিক দলের উল্লেখ করার মতো পদ-পদবী না থাকলেও ভোটের সময় ভোটারদের আকুন্ঠ ভালবাসায় সমর্থন লাভে মিনোয়ার বেগমের জুড়ি নেই।

নারায়ণগঞ্জ পৌরসভা থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভা যুক্ত করে হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সৃষ্টি হয়েছে, কমিশনার পদবী পরিবর্তন হয়ে কাউন্সিলর করা হয়েছে। কখনই অবস্থান নড়চড় হয়নি মিনোয়ারা বেগমের । নাসিক- ১০,১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী জনপ্রতিনিধি তিনিই আছেন সকলের ভালবাসা নিয়ে। এবারও মিনোয়ারর অবস্থান সকলের হৃদয়ে শক্ত অবস্থান করে আছে।

নাসিক-১০,১১ ও ১২ নং ওয়ার্ড বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, মিনোয়ারা দীর্ঘদিন ধরে উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। এ কারণে তিনি ভোটারদের কাছে অত্যান্ত প্রিয়। প্রার্থী যারাই থাকুক বিপুল ভোটে মিনোয়ারা বেগমই আবার নির্বাচিত হবেন।

মিনোয়ার বেগম প্রতিনিধিকে জানান, দল-মত নির্বিশেষে এলাকার সবাই আমাকে ভালোবাসে। ফলে নারায়ণগঞ্জ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যায়ক্রমে কমিশনার ও কাউন্সিলরের দায়িত্ব পালন করছি। আমি হৃদয় থেকে কাজ করি জনগণের জন্য আমিতো আমার নির্বাচনী এলাকার মেয়ে এবং বউ, এই এলাকাটি সুন্দর হলে এলাকার সবাই ভাল থাকলে আমি ভাল থাকি, অনেক আনন্দ হয়। প্রতিদ্বন্ধীতা হিসাবে কে আসবে তা নিয়ে তিনি ভাবতে চান না বলে জানান। তিনি বলেন আমি ওয়ার্ডবাসীর জন্য কাজ করি তারাই আমাকের প্রতিবারের মত নির্বাচিত করবে ইনশা- আল্লাহ। প্রসঙ্গত, ২০০৩ সালে পৌরসভা থাকাকালীন তরুণ বয়সে সংরক্ষিত ওয়ার্ডে কমিশনার নির্বাচিত হন মিনোয়ারা। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রূপান্তরিত হওয়ার পর থেকে টানা ২ বারই কাউন্সিলর নির্বাচিত হন মিনোয়ারা। তার বড় গুণ তিনি দলীয় বলয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে, সকলের পাশে থাকেছেন, সকলকে ভালবেসে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ