1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মি নিহত মুন্সীগঞ্জে শিশু তকির হত্যা: ৫ জনের যাবজ্জীবন দিলেন আদালত গলাচিপায় ভিপি নূরের গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল রাজশাহীতে খরচ বেড়েছে আলু চাষে লক্ষ্যমাত্রা পুরুণে শঙ্কা পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসুচি অনুৃষ্ঠিত তানোরের খাদ্যগুদামে নানা অনিয়মের অভিযোগ রংপুরে বিভাগীয়  বৃক্ষমেলার সমাপনী বাংলাদেশ জাসদ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গজারিয়া ৪২ মামলার আসামী প্রতিপক্ষের  গুলিতে নিহত বাবলার মরদেহ জানাযা ছাড়াই মাটি চাপা আটপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী

কামাল মিয়াজীর বিরুদ্ধে নির্মাণরত ভবন ভাঙ্গার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৯১ ০৫ বার পঠিত

সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের কামাল উদ্দিন মিয়াজী নামক এক ব্যক্তির বিরুদ্ধে নির্মানরত ভবনের পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ। এই অভিযোগ করেন একই এলাকার বাসিন্দা মোঃ ইসহাক মিয়া।

একই এলাকার বাসিন্দা মোঃ ইসহাক মিয়া কামাল মিয়াজীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গত মঙ্গলবার রাতে কামাল মিয়াজির নির্দেশে একদল দুবৃত্ত তাদের নির্মারতরত মার্কেটের পিলার ভেঙ্গে ফেলেন। এই সময় তারা ধাওয়া করার চেষ্টা করলে দুবৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও বোমা নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুবৃত্তদের ব্যবহার্য জিনিসপাতি উদ্ধার করেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ইসহাক মিয়া সাংবাদিকদের বলেন, রাজারামপুর গ্রামের নূরানি পোলের গোড়া সংলগ্ন একটি মজিবুলহক মিয়ার সন্তান কামাল উদ্দিন থেকে রাজারামপুর গ্রামের ৭৯ নং মোজার ১১২৬ খতিয়ানের ২ শতাংশ জমি তার সন্তানরা ক্রয় করেন। ক্রয়কৃত জমির পশ্চিম অংশে আজিম উদ্দিনের ছেলে কামাল মিয়াজীর জমি থাকলেও তিনি আমার ক্রয়কৃত জমি গত বছর দখল করার চেষ্টা করেন। চেষ্টায় সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায় তিনি ব্যর্থ হোন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে আমার মার্কেটের জন্য নির্মানরত ভবনের সবগুলো পিলার হ্যামার, অ্যারি-বেলেড দিয়ে ভেঙ্গে ফেলে। তখন আমরা তাদের তাড়ানোর চেষ্টা করলে তারা আমাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে।

ইসহাক আরও জানান, পরে সেনবাগ থানার এএসআই কাউসার এসে ঘটনাস্থল থেকে দুবৃত্তদের ব্যবহার্য দুইটি হ্যামার, চার জোড়া জুতা, নয়টি অ্যারিব্লেড,দুইটি
মুখোশ ও একটি তোয়ালে উদ্ধার করেন।

এই ঘটনায় একাধিকবার কামাল মিয়াজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টার করলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। তবে মুঠোফোনে পাওয়া না গেলেও এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কামাল। এমনকি উল্টো অভিযোগকারীদেরকে বলছেন গাঞ্জাখোর, ইয়াবাখোর হিসেবে।

কামাল তার ফেসবুক আইডি মোহাম্মদ কামাল উদ্দিন মিয়াজী আইডি থেকে একটা মিডিয়া থেকে প্রকাশিত নিউজের নিন্দা জানিয়েছে লিখেছেন, “ভূয়া সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
“পল্লী টিভি” সঠিক তথ্য গোপন করে অতি উৎসাহী হয়ে মিথ্যা এবং ভূয়া এই সংবাদ প্রচার করার জন্য আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন বাবাখোর, ইয়াবাখোর এবং গাঁজাখোরের বক্তব্য থেকে তাই প্রমাণ করে।প্রিয় সাংবাদিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, একজন বাবাখোর, ইয়াবাখোর এবং গাঁজাখোরের বক্তব্য শুনে অতি উৎসাহী হয়ে কোন সংবাদ প্রচার না করে, জেনে বুঝে সঠিক তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রচার এবং পরিবেশন করবেন। সাংবাদিক মানেই সমাজের দর্পন। সাংবাদিক মানেই অগণিত মানুষের বিশ্বাস। সাংবাদিক মানেই একজন সন্মানিত ব্যক্তি। সাংবাদিক মানেই অন্ধকার থেকে আলোর পথের সঠিক দিশারি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যাচারের প্রতিবাদে ইসহাক মিয়া বলেন, যেহেতু তিনি আমার বিরুদ্ধে মাদকসংক্রান্ত মিথ্যাচার করতেছে, সেই দিক থেকে আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। মোঃ ইসহাক মিয়া জানান, নির্মাণরত ভবনে ভাঙ্গার ঘটনায় আদালতে একটা অভিযোগপত্র দায়ের করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ