1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে পুরস্কৃত পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৩৬ ০৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ৬ অক্টোবর “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ এ পুরস্কারের আয়োজন করেছে।
বুধবার সকাল ১১টায় ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইলে আয়োজিত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে মনোনীত প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ইউএনও হিসেবে যোগদান করেই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যোগ নেন। উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করলেই ওই শিশুর পরিবারের জন্য বিশেষ আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করেন। এ উপলক্ষে নিবিড় তদারকি ও মনিটরিং করার ফলে পিছিয়ে থাকা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ