জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ খুলনা উপজেলার ডুমুরিয়া বাজারে ঊর্মি জুয়েলার্সে নগদ টাকা ও প্রায় ৩৫ (লক্ষ) টাকার স্বর্ণলঙ্কার চুরি।
গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৯মিনিটের সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কেরডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে ঊর্মি জুয়েলার্স সাটারের তালা ও লোহার সিন্ধুক ভেঙে নগদ টাকা ৩৫ (লক্ষ)টাকার স্বর্ণলঙ্কার চুরি হয়েছে বলে জানা যায।
উর্মি জুয়েলার্সের প্রোপাইটর সুভাষ মন্ডল জানান অন্যান্য দিনের মতো রবিবার রাতেদোকান ও সিন্দুকে ২০টি তালা লাগিয়ে বাসায় চলে যায়। সোমবার সকালে দোকান মালিকের ছেলে দেখতে পায় ঊর্মি জুয়েলার্সের দোকানের তালা ভাঙ্গা। আমাকে সংবাদ দিলে দোকানে এসে দেখতে পায় যে দোকানের তালা ও সিন্ধুকের তালা ভাঙ্গা। আরও দেখতে পায় দোকানের পিছন ও সামনে থেকে তালা ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে নগত টাকা সহ ৩৫(লক্ষ) টাকার স্বর্ণালংকার চোররা চুরি করে নিয়ে গেছে।ডুমুরিয়ায দুর্ধর্ষ চুরির সংবাদ ছড়িয়ে পড়লে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) এস এম রাজু আহমেদ ডুমুরিয়া থানাঅফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার্স ওসি মোঃ ওয়াইদুর রহমান বলেন ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে ঊর্মি জুয়েলার্স রাতে চুরি হয়েছে,এমন সংবাদ জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি এবং খুলনা জেলা পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল)এস এম রাজু আহমেদ সহ আমাদের ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সহ তদন্তের কাজ করছি । অতি দ্রুত আমরা উদঘাটন করতে সক্ষম হবো।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।