মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ “মানব সেবায় আমরা” সংগঠন এর সাংগঠনিক সম্পাদক, এম এ সবুজ। তার নিজ ইউনিয়নে সচেতনতা বাড়াতে নিজ ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হাতে নিয়েছে।
তারি ধারাবাহিকতায় আজ কে রোজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়ন এর ২-৩ নং ওয়ার্ড এর উত্তর পলাশ বাড়ি এ এস এম উচ্চ বিদ্যালয় এ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন সম্পন্ন হয়।
মানব সেবায় আমরা সংগঠন এর সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল- হাবিব। কিছু সচেতনতা ও রক্ত কেনো দিব এ নিয়ে বিশেষ আলোচনা করেন। তিনি আরো বলেন আমরা গত ২০১৪ সাল থেকে ” মানব সেবায় আমরা” সংগঠনের বিভিন্ন জন সচেতনতা মূলক ও অসহায় দুস্থ গরীব দূঃখী মানুষদের সাহায্য করে আসতেছি। এর পাশাপাশি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করে আসতেছি।
উত্তর পলাশবাড়ী এ এস এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব, শাহিন পারভেজ লিটন।
মানব সেবায় আমরা সংগঠন এর সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম।
মানব সেবায় আমরা সংগঠন এর দপ্তর সম্পাদক মোঃ আব্দুল খালেক।
আল- আলামিন, মোঃ মানিক, আঃ খালেক, জিবন, সোহান, রুপক, সাইদ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।