মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা । এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ রবিউল ইসলাম জনসমর্থনে আদায়ের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ।
সোমবার (২৭-সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার সময় ইউনিয়নের দশমাইল বাজার সংশ্লিষ্ট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়নের হাজারো মানুষের ঢল নামে । ইউনিয়নের সাধারন ভোটারদের ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত জানতে তিনি এই মতবিনিময় সভার আয়োজন করেন । মতবিনিময় সভায় সাধারণ ভোটার সহ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ রবিউল ইসলামকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন । পাশাপাশি নির্বাচনের মনোয়নপত্র কিনতে ও প্রচার প্রচারণার খরচ বাবদ স্থানীয় বিএনপি পরিবারের সন্তান এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতৃবৃন্দ নগদ টাকা উপহার হিসেবে মোঃ রবিউল ইসলামের হাতে তুলে দেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ।
সাধারণ মানুষ দাবি করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা তাকে দেওয়া হলে তারা দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে রবিউল ইসলামকে চেয়ারম্যান নির্বাচিত করবেন । মতবিনিময় সভা চলাকালীন সময়ে দশমাইল দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের সাধারণ ভোটারদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় । এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি । ব্যাপক জনসমর্থন ছিল । সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন । কিন্তু দলের ভিতরেই কয়েকজন নৌকা প্রতীকের বিরুদ্ধে চক্রান্ত করে । ফলে সামান্য ভোটের ব্যবধানে আমি হেরে যাই ।
আজকের এই মতবিনিময় সভায় আমি সকলের মতামত জানতে চেয়েছি । সাধারণ মানুষ চায় আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং তারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছে । আমি আশাবাদী দলীয় প্রতীক নৌকা পেলে আসন্ন নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হব । ইউনিয়নে মানুষের স্বপ্ন বাস্তবায়নে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ্ ।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আজিরুল ইসলাম ।