মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ কোটচাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ (২৮শে সেপ্টেম্বর)মঙ্গলবার রাত নয় টার দিকে কোটচাঁদপুর আঁখ সেন্টার মোড় আওয়ামী লীগের ক্লাবে জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সুযোগ্য মেয়র সহিদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও থানা সভাপতি শরিফুন্নেছা মিকি এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান,পৌর যুবলীগের সভাপতি মোঃ মেহেদি হাসান বুলবুল উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ এনায়েত হোসেন সৌকত ৪ নং বলুহর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল হাসান সহ যুবলীগের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করে বিশেষ দোয়া কামনা করা হয়।