1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

চুকনগরে ভিআই পি ফিলিং স্টেশন ও সেঞ্চুরি ফিলিং স্টেশন ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৬ ০৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থেকে ১৮মাইল পর্যন্ত ৪টি পেট্রল পাম্পে অভিযান পরিচালিত হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানানগতকাল সকাল ১১টায বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম  এর নেতৃত্বে খুলনা  ডুমুরিয়া হতে আঠার মাইল পর্যন্ত ৪টি পেট্রল পাম্পে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে চুকনগর ভি আই পি ফিলিং স্টেশন ও আঠারো মাইল সেঞ্চুরি ফিলিং স্টেশন নামের দুইটিপ্রতিষ্ঠানে পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান ২টিকে (৫০,০০০+৩০,০০০)মোট ৮০,০০০/- (আশি হাজার) টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ৩ এপিবিএন খুলনার সহযোগিতায় এ অভিযান সম্পন্ন হয়েছে। অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধিসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযানকা‌লে ক্রেতা-বি‌ক্রেতা‌দের মাস্ক পরে নিরাপদ শারী‌রিক দূরত্ব বজায় রাখার এবং কেনাকাটায় প্রতা‌রিত হ‌লে অ‌ধিদফতরের হটলাইনে অ‌ভি‌যোগ জানা‌তে অনু‌রোধ জানানো হয়।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ