মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ দিকে পৌরসভা চত্বরে পৌরসভার টি আই সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
এছাড়া আরও পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মহিলা প্যানেল মেয়র (৩)শারমিন আক্তার সাথী, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রত্না পারভিন সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করে বিশেষ দোয়া কামনা করা হয়।পরিশেষে কেক কেটে সবার মাঝে খাওয়ানো হয়।