রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ আজ ২৬শে সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ০২.০০ ঘটিকায় পুলিশ কমিশনারের কার্যালয়ের অফিস কক্ষে রংপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন আরপিএমপি রংপুরের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মো: আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মো: আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মোঃ আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: রাজিফুজ্জামান বসুনিয়া, রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব মো: আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক জনাব মো: শাহ বায়োজীদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: আজম পারভেজ, ক্রিয়া সম্পাদক জনাব মো: মিজানুর রহমান মিজান, কার্য নির্বাহী সদস্য জনাব মো: তৌহিদুল ইসলাম বাবলা।