মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) -ঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ১৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে চিরিরবন্দর দারুল ফালাহ্ আলিম মাদ্রাসায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাচন অফিসার আলহাজ্ব আব্দুল মালেক, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার, ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দীন শাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কার্ড বিতরণের পূর্বে নতুন এ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ডের জন্য ভোটারদের নতুন দুটি তথ্য কমিশনকে দিতে হবে। এতে সব ভোটারের ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে, যেটা কার্ডের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত হবে।
নতুন এই দুটি তথ্য ছাড়াও ভোটার হওয়ার সময় দেওয়া আরো বেশ কিছু তথ্যও সংরক্ষিত থাকবে।
এগুলো হলো- ব্যক্তির নাম, পিতার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পেশা, বয়স, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন ও ধর্ম।